Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার,১৬জানুয়ারি,২০২০ঃ বিয়ে প্রায় শেষ, বাকি শুধু সাত পাকে বাঁধা পড়ার। ঠিক এমন সময় মঞ্চের একপাশে বসে আছেন কনে, তারই পাশে আদরের বোন।

এমন সময় শ্বশুরবাড়ির লোকজন এসে নববধূকে আশীর্বাদ করে যাচ্ছেন। একইভাবে হবু শ্বশুরও আসলেন, পাশে বসলেন। আর্শীবাদ করতে গিয়ে পুত্রবধুর কপালে উষ্ণ চুম্বনও দিয়ে বসলেন।

শুধু পুত্রবধু নয় এসময় তিনি তার বোনকেও একটি চুমু দিলেন। ব্যাস! পুরো ঘটনায় কেমন জানি উল্টে গেল। রাগে অগ্নিশর্মা হয়ে বিয়ের আসর থেকে উঠে পড়লেন কনে। আর জানিয়ে দিলেন, এ বিয়ে আর হবে না। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের ফাররুখাবাদে।

সংবাদমাধ্যমের খবর, নাগলা খাইরবান্দা গ্রামের বাসিন্দা পরমেশ্বরী দয়ালের মেয়ে রুচির সঙ্গে ইতাহের বাসিন্দা বাবুরামের ছেলে রাজেশের বিয়ে ঠিক হয়। বিয়ের প্রায় শেষ মুহুর্তে অতিরিক্ত উচ্ছাসে নববধূ রুচি ও তার বোন অনিতাকে চুমু খান বাবুরাম। এই কারণে বিয়েতে অস্বীকার করেন রুচি। এমনকি বরযাত্রীদেরও ফিরে যেতে বলেন তিনি। বাবুরাম তার কাছে ক্ষমতা চাইলেও মন গলেনি তার। ঘটনা যায় পুলিশের কানেও।

এই বিষয়ে রুচির ভাই ব্রিজেশ জানিয়েছেন, বিয়ে বাবদ প্রায় ২৭ হাজার টাকা ফেরৎ দেয়ার আশ্বাস দিলে বরযাত্রীরা ফিরে যেতে রাজি হয়। অন্যদিকে, কোতয়ালি থানার আধিকারিক আরপি যাদব জানিয়েছেন, বরের বাড়ি থেকে কনেকে দেওয়া সমস্ত অর্থ ও উপহার ফেরত দেওয়া হয় ও উভয় পক্ষের সমঝোতায় সমস্যার সমাধান হয়।