তিনি বলেন, চুক্তিতে পৌঁছানোর আগে যতটা ইউরেনিয়াম সমৃদ্ধ করতাম, বর্তমানে তার চেয়েও বেশি করা হচ্ছে।
দেশটির বিরুদ্ধে চাপ বাড়লেও নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। রুহানি বলেন, বিশ্বের সঙ্গে আলোচনা কঠিন হলেও সম্ভব।
পরমাণু চুক্তির অধীন প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছে ইরান। গত বছরে এই চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।
এরপর দেশটির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয় ইরানের সবচেয়ে প্রভাবশালী জেনারেল হাসান রুহানিকে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় চলে গেছে।