
স্থানীয় থানাতে অভিযোগ দায়ের করার পরে ওই ইমাম এবং তার স্ত্রী সেখানে যান। থানাতে যাওয়ার সময়ে ওই ইমামের স্ত্রীয়ের পড়নে ছিল মুসলিম পোশাক এবং পায়ে ছিল সাধারণ চটি।নিয়মমত নারী পুলিশ দিয়ে তল্লাশি করাতে বেরিয়ে আসে আসল সত্য। জানা যায়, আসলে তিনি নারী নন। এক পুরুষ। নারী সেজে ওই ইমামের সঙ্গে বিয়ে করেছিলেন। এমনটাই জানিয়েছে, সেখানকার তদন্তকারী অফিসারেরা। পুলিশি জেরার মুখে ওই ব্যক্তি জানিয়েছেন, ইমামকে আর্থিক প্রতারণা করার জন্যই বিয়ের ছলনা করেছিলেন।
ওই ইমাম জানিয়েছেন, তিনি বিয়ে করার জন্য প্রস্তুত ছিলেন, তবে মনের মত কাউকে পাচ্ছিলেন না। কিন্তু হিজাব পরা অবস্থাতে ওই নারীকে দেখে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। অভিযুক্ত ব্যক্তি তা গ্রহণ করেছিলেন। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানা গেছে।