Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শনিবার,১৮জানুয়ারি,২০২০ঃ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বিকাল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনারদের টেলিফোন করে বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে। জরুরি এই বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণের দুই রিটার্নিং কর্মকর্তাকেও আসতে বলা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, বিকালে কমিশনের জরুরি বৈঠক হবে। সেখানে আমাদের যেতে বলা হয়েছে।

তবে বৈঠকের সুনির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ করেননি তিনি।

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পিএস একেএম মাজহারুল ইসলাম জানান,শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এটা পূর্ব নির্ধারিত ছিল না। কমিশনাররা বিকেলে আলোচনায় বসবেন।

ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়েছে।

এদিকে, এদিন সকালে অফিসে এলেও দুপুরের দিকে নির্বাচন ভবন থেকে বেরিয়ে গেছেন সিইসি ও কমিশনার রফিকুল ইসলাম।

যাওয়ার সময় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিলে নির্বাচন পেছাবে।পূজার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন, আন্দোলনের যৌক্তিকতা দেখেই সিদ্ধান্ত নিতে হয়।

সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করছেন পূজার্থীরা। এ নিয়ে তাদের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিলে তার আপিলের শুনানির কথা রয়েছে (১৯ জানুয়ারি) রোববার।