Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার,১৯জানুয়ারি,২০২০ঃ বানারীপাড়া প্রতিনিধি,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সু-নাগরিক হতে শিক্ষার পাশাপাশি ক্রীড়ার বিকল্প নাই। শিক্ষার্থীরা যদি লেখা পড়ার সাথে খেলাধুলায় মগ্ন থাকে তাহেলে অনৈতিক কর্মকান্ড, সন্ত্রাস, মাদক তাদেরকে স্পর্শ করতে পারবে না। নারীর ক্ষমতায়নে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলস ভাবে কাজ করছে। সুতরাং কন্যা সন্তানরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে হবে।তিনি গতকাল শনিবার সকালে সরকারী স্বরূপকাঠি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮ তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরাই দেশের ভবিষৎ, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দুরে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে তোমাদের অগ্রনী ভূমিকা রাখতে হবে। সুশিক্ষা তোমরা তোমাদের পিতা মাতা ও শিক্ষকদের মুখ উজ্জল করবে, জাতিকে উন্নত করবে। কাজেই প্রতিটি শিক্ষার্থীকে সঠিক শিক্ষা গ্রহনের মধ্য দিয়ে সু নাগরিক হওয়ার আহ্বান জানান।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক,প্যেরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ,সম্পাদক এসএম ফুয়াদ, ওসি মো. কামরুজ্জামান, র‌্যাব -৮ ’র ডিএডি মো. আমজাদ হোসেন, ডিএডি আবুল কালাম, নারী ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ভাইস চেয়ারম্যান রনি দত্ত। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত। এসময় বিদ্যালয়টিকে ডিজিটালের আওতায় নেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।