রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে মিরপুর বিআরটিএ এলাকায় গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় ১ ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ে বিজয়ী হতে হবে।
এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা সিটি করপোরশনের দুই মেয়র প্রার্থী দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তাবিথ আউয়াল লেন, নির্বাচন কমিশন ইশতেহার ঘোষণা করে সারাদেশের মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। আমরা এখনও দেখতে চাই নির্বাচন কমিশন।