Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,১৯জানুয়ারি,২০২০ঃ ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের (ডিএনসিসি) বিএন‌পির মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল এসএস‌সি পরীক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করে বলেছেন, স্বরস‌তি পূজা উপল‌ক্ষে নির্বাচন ২ দিন পি‌ছি‌য়ে গিয়েছে। একই সা‌থে এসএস‌সি পরীক্ষাও পি‌ছি‌য়ে‌ছে। যে কার‌ণে পরীক্ষার্থীদের মনোক্ষুন্ন হ‌তে পা‌রে। তা‌দের জন্য দুঃখ প্রকাশ কর‌ছি।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে মিরপুর বিআর‌টিএ এলাকায় গণসং‌যোগ কালে তি‌নি এসব কথা বলেন।

তিনি বলেন, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ হ‌য়ে গণতন্ত্র রক্ষায় ১ ফেব্রুয়ারি ভো‌টের লড়া‌ইয়ে বিজয়ী হ‌তে হ‌বে।

এর আগে, বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা সি‌টি কর‌পোরশ‌নের দুই মেয়র প্রার্থী দ‌লের নেতাকর্মী‌দের নি‌য়ে শহীদ প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমা‌নের মাজা‌রে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান।

তা‌বিথ আউয়াল লেন, নির্বাচন ক‌মিশন ইশতেহার ঘোষণা করে সারাদেশের মানুষের মধ্যে বিতর্ক সৃ‌ষ্টি ক‌রে‌ছে। আমরা এখনও দেখ‌তে চাই নির্বাচন ক‌মিশন।