Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,১৯জানুয়ারি,২০২০ঃ আর্থিকভাবে স্বনির্ভর ওয়ার জন্য প্রিন্স হ্যারিকে চাকরির প্রস্তাব দিয়েছে আমেরিকার বিশ্বখ্যাত ফাস্ট ফুড চেইন রেস্তোরাঁ বার্গার কিং।

স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে সম্প্রতি ব্রিটিশ রাজপরিবার ছেড়েছেন প্রিন্স হ্যারি। নিজেদের জন্য কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কি করা যাবে বা কোন কাজ করা যাবে না সেটা তারা নিজেরাই ঠিক করতে চান। রানীর সিদ্ধান্ত অনুযায়ী তারা আর জীবন অতিবাহিত করতে চান না। এর পাশাপাশি তারা আর্থিকভাবেও স্বনির্ভর হতে চান।

আর ব্রিটিশ রাজপরিবার ছাড়ার সিদ্ধান্তের পর প্রিন্স হ্যারিকে এবার চাকরির অফার করলো বার্গার কিং। এ সংক্রান্ত একটি টুইট বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রতিষ্ঠানটি।

টুইটে লেখা হয়েছে @’হ্যারি, দিস রয়েল ফ্যামিলি অফার পার্টটাইম পজিসিশন’

টুইটারটি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত আড়াই হাজার বার রি -টুইট এবং আট হাজারের মতো শেয়ার হয়ে গেছে।

এর আগে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে ডিউক ও ডাচেস অব সাসেক্সের সিদ্ধান্তে সম্মতি দেন রানী। সান্ড্রিংহ্যাম স্টেটে প্রিন্স অব ওয়েলস চার্লস, ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডিউক অব সাসেক্সে প্রিন্স হ্যারিকে নিয়ে করা ওই বৈঠকের পর রানী এলিজাবেথ এক বিবৃতিতে বলেছেন, রাজপরিবার আমার নাতি (প্রিন্স হ্যারি) ও তার পরিবারের ভবিষ্যৎ নিয়ে একটি গঠনমূলক সিদ্ধান্ত নিতে পেরেছে।

হ্যারি ও মেগান তাদের পরবর্তী সময় যুক্তরাজ্য এবং কানাডায় ভাগাভাগি করে কাটানোর যে ইচ্ছা পোষণ করেছেন সে বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন রানী। তবে রানী আশা প্রকাশ করেন, তারা সবসময়ই তার পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবে।