খােলাবাজার২৪,রবিবার,১৯জানুয়ারি,২০২০ঃ আজ (১৯.০১.২০২০ খ্রি:) স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতাধীন পরিবারপরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আইইএম ইউনিটের উদ্যোগে ‘পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পর্যালোচনা সভাও পুরস্কার বিতরণী’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের নবযোগদানকৃত সচিব মো: আলী নূর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবারপরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ.খ. ম. মহিউল ইসলাম।
সম্মানীত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন একই বিভাগের অতিরিক্ত সচিব, অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের পরিচালক, সকল বিভাগের বিভাগীয় পরিচালক, বিশেষায়িত প্রতিষ্ঠানের পরিচালক, সকল জেলার উপ পরিচালক, অধিদপ্তরের কর্মকর্তা, ইউএনএফপিএ’র প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিগত ৭-১২ ডিসেম্বর, ২০১৯ খ্রি: অনুষ্ঠিত সেবা ও প্রচার সপ্তাহে শ্রেষ্ঠ পারফমেন্সের জন্য ৮ বিভাগে ১ম স্থান অধিকারী ৮টি জেলা, শ্রেষ্ঠ বিশেষায়িত প্রতিষ্ঠান ১টি এবংজাতীয়ভাবে শ্রেষ্ঠ ৩টি জেলাকে সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি, সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্ব স্ব বক্তব্যে বিজয়ীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আর ও আন্তরিকতার সাথে কাজ করে যাওয়ার উদাত্ত আহ্বান জানান। প্রধান অতিথি ‘মুজিববর্ষে’ আরও বেশি উদ্ভাবণীমূলক কাজ করে একে সাফল্য মন্ডিত করতে সকলকে অনুরোধ জানান।