Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,সোমবার,২০জানুয়ারি,২০২০ঃ জানুয়ারি ২০, কুমিল্লা:বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)এর ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে রবিবার পুঁজি বাজারে বিনিয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনিস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর সহযোগীতায় বাইউস্ট অডিটোরিয়ামে, এ সেমিনারের আয়োজন করা হয়।শিক্ষার্থীদের পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ে বিষদ ধারণা প্রদানের লক্ষ্যে আয়োজিত সেমিনার উদ্বোধন করেন,উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন, এনডিসি, পিএসসি (অব:)।
সেমিনারে আরওউপস্থিত ছিলেন রেজিস্ট্রার কর্নেল সুমন কুমার বড়–য়া, পিএসসি (অব:), ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ফাতেমা জোহরা এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। সেমিনারে হালনাগাদ তাত্ত্বিকএবংব্য বহারিক তথ্য উপস্থাপনের মাধ্যমে বিআইসিএম রিসোর্স পারসনগণ শিক্ষার্থীদের পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত কৌশল, ঝুঁকিও সম্ভাবনার দিক সমূহ আলোচনা করেন।