খােলাবাজার২৪,মঙ্গলবার,২১জানুয়ারি,২০২০ঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন দাবি করে তারা বলছেন, নির্বাচিত হলে নগরবাসীর সেবা করাই হবে তাদের মূল লক্ষ্য।
সোমবার উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম রাজধানীর মিরপুরে প্রচারণা শুরু করেন।এর আগে সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, আমার প্রতিপক্ষ, আমার ভাতিজা তাবিথ আউয়াল বলেছেন আমি আচরণবিধি লঙ্ঘণ করছি।
তিনি আচরণবিধি লঙ্ঘনের কথা বলবেন, আমি বলব কিভাবে এলাকার উন্নয়ন করা যায়। আমি কোনো অভিযোগ করতে চাই না, আমি চাই মানুষের সমস্যা কিভাবে সমাধান করা যায়, আমি চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত করতে। কাজেই প্রতিপক্ষ অভিযোগ করবে, আমি উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেব।
নির্বাচনী গণসংযোগকালে বিজয়ী হলে ওয়াসাসহ সেবাদানকারী সব সংস্থাকে জবাবদিহিতার মধ্যে আনার প্রতিশ্রুতি দেন আতিক। তিনি বলেন, আমরা নির্বাচিত হলে সিটি কর্পোরেশনকে যেমন জবাবদিহিতার মধ্যে আনব তেমনি ওয়াসাসহ সব সংস্থাকেও জবাবদিহিতার মধ্যে আসতে হবে। নির্বাচিত হলে অবশ্যই সব সংস্থার মধ্যে সমন্বয় সাধনে গুরুত্ব দেব।
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব নূরে আলম রবু নির্বাচনী গণসংযোগের সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যদেন । তিনি বলেন, ১ ফেব্রুয়ারি সকাল সকাল ভোট কেন্দ্রে আসুন, নৌকা ভোট দিন। নৌকা বিজয়ী হলে আপনাদের সমস্যার সমাধান হবে।