খােলাবাজার২৪,বুধবার,২২জানুয়ারি,২০২০ঃ চাকরির যোগ্যতা ভ্রমণ, পার্টি করা। আর প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ১৬ লাখ টাকা! এমন কাজের সুযোগ দিচ্ছে আমেরিকার গোহেন সংস্থা।
এনডিটিভি জানায়, সংস্থাটি পার্টি টেস্টারের খোঁজে রয়েছে। সারাক্ষণ দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর ইচ্ছে আর বিভিন্ন ক্লাবে পার্টি করা ওই চাকরির ন্যূনতম যোগ্যতা। ঘুরে বেড়ানো, পার্টি করার খরচও বহন করবে ওই সংস্থা।
ঘুরে বেড়ানোর পাশাপাশি নববধূদের পার্টির আয়োজনও করতে হবে। পরিকল্পনা করতে হবে তাদের বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার। তবে সব থেকে হাঁফ ছাড়ার মতো ব্যাপার, এর জন্য ভারী ডিগ্রির প্রয়োজন নেই। লেখাপড়ায় কম হলেও মাসে ১৬ লাখ টাকা আয় করতে পারবেন হাসতে হাসতে। শুধু আপনার মানসিকতা হতে হবে ঘুরে বেড়ানোর এবং পার্টি করার।
আপনি আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন সংস্থাটির সঙ্গে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ফেব্রুয়ারি।
চাকরিদাতা স্টিভ রোডি জানিয়েছেন, ‘এই সংস্থা বিয়ের কনের পার্টির আয়োজন করার জন্য বিখ্যাত। তাই আমরা চাইছি এমন প্রার্থী যিনি নিজে পার্টি করতে পছন্দ করেন। তাহলে তিনি বুঝবে নতুন ধরনের পার্টির স্টাইল। তার অভিজ্ঞতা আমাদের সংস্থাকে আরও সমৃদ্ধ করবে। আমরা এগিয়ে থাকব অন্য সংস্থার থেকে।’