খােলাবাজার২৪,বুধবার,২২জানুয়ারি,২০২০ঃমেহেদী হাসান,জবিঃসমালোচনার রেশ কাটতে না কাটতেই ফের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বর্তমান উপাচার্য অধ্যাপক ড.মিজানুর রহমান।
বেশ কিছুদিন আগে যুগলীগের পদের জন্য জবি ভিসি পদ ছেড়ে দেওয়ার মন্তব্যে আলোচিত বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মিজানুর রহমান। আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে প্রচারণা চালিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
গত রবিবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাফিজুল ইসলাম তাঁর ফেসবুকে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে স্বতঃস্ফূর্ত প্রচারণা’ ক্যাপশন দিয়ে একটি ছবি শেয়ার করেন। এর পরপরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে ভোট চাইতে পারেন কি না—এমন প্রশ্ন তুলেছেন অনেকেই।
ফেসবুকে শেয়ার করা ছবিটিতে দেখা যায়, উপাচার্যের কার্যালয়ে অধ্যাপক ড. মীজানুর রহমানসহ সহকারী প্রক্টর নিউটন হালদার ও আসাদুজ্জামান রিপন পোস্টার হাতে নিয়ে শেখ ফজলে নূর তাপসের পক্ষে প্রচারণা চালান।
এ বিষয়ে ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসার মো. আব্দুল বাতেন বলেন, ‘এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ ধরনের পদে থেকে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া বা ওই প্রার্থীকে সমর্থন দেওয়া যায় না।’