Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শনিবার,২৫জানুয়ারি,২০২০ঃঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে তিন দিন ব্যাপী নজরুল সম্মেলন শুরু হয়েছে। কবি নজরুল ইনস্টিটিউট এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগীতায় এ সস্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে এ উপলক্ষে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে নজরুল র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী চত্তরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, ইসলামী বিশ্বদ্যিালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদ আশকারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রতিদিন বিকালে নজরুলের জীবনের উপর প্রামান্য চিত্র এবং সন্ধ্যার পর থেকে কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হবে।