খােলাবাজার২৪,শনিবার,২৫জানুয়ারি,২০২০ঃঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ (বানিয়া পাড়া) গ্রামে গতকাল বিকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে শীত বস্ত্র, চাল-ডাল ও শুকনা খাবারসহ ঢেউটিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। উপজেলা পরিষদের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে এ সহায়তা প্রওদান করা হয়।
সহায়তা প্রদানকালে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, দুর্ঘটনার উপর তো কারোর হাত নেই। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। তবে দুর্ঘটনায় হতাশ হয়ে পড়লে চলবে না। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর অগ্নিকান্ডের ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার জন্য তাদের সব ধরণের সহায়তা করা হবে। এসময় উপস্থিত ছিলেন ৩নং ধনতলা ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ (বানিয়া পাড়া) গ্রামে অগ্নিকান্ডে ১৫টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। অগ্নিকান্ডে এই সব পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস প্রায় ৩০ লক্ষাধিক টাকায় ক্ষয়ক্ষতি নিরুপন করে এ অগ্নিকান্ডে।