খােলাবাজার২৪,সোমবার,২৭জানুয়ারি,২০২০ঃমারুফ হোসেনঃ “দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর ঐতিহ্যবাহী ‘স্যার কে.জি.গুপ্ত উচ্চ বিদ্যালয়ে সততা সংঘের সদস্যদের সাথে এক মত বিনিময় সভা এবং সততা সংঘের সদস্যদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী সকালে পাঁচদোনা স্যার কেজিগুপ্ত উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুরুতে সমাবেশে সততা সংঘের সদস্যসহ সকল শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান এবং সভায় শিক্ষার্থীদের নীতি বাক্য নিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আহ্বান জানিয়ে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমাদেরকে ছাত্রজীবন থেকেই আদর্শ দুর্নীতিমুক্ত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। আর তাহলেই তোমরা কর্মজীবনে দুর্নীতি থেকে দুরে থাকতে পারবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
সেই বাংলাদেশে তোমরাই প্রতিনিধিত্ব করবে। বর্তমান প্রধানমন্ত্রীর দৃপ্ত শপথ দুর্নীতিমুক্ত বাংলাদেশ। দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলেই দেশ উন্নতির চরম শিখরে পৌছাতে পারবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে এবং জেলা দুনর্ীিতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক,বিশিষ্ঠ শিক্ষাবিধ রোটারিয়ান বশিরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো: আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হাসান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য কান্ত দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুম বিল্লাহ প্রমূখ। আলোচনা শেষে বিদ্যালয়ে সততা স্টোর ও মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ‘পুষ্প কানন’ নামে একটি ফুলের বাগান উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোঃ সায়েদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: তাছলিমা আক্তার, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহ আলম মিয়া, স্কুল পরিচালনা কমিটির সভাপতি কফিল উদ্দিন বাচ্চু সহ অন্যান্য সদস্যবৃন্দ।