Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,২৭জানুয়ারি,২০২০ঃ ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪০ থেকে ৫০ জন স্থানীয় নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। গতরাতে ওয়ারী থানায় মামলাটি করা হয়। মামলার পর রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) ওয়ারী থানার এডিসি নুরুল আমিন জানান, ওই সংঘর্ষের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে ৪ জন এজাহারনামীয় এবং ১ জন সন্দেহভাজন।

দুই দলের পাল্টাপাল্টি হামলার ঘটনায় রাত ১২ টার দিকে ৩৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে বিএনপির অর্ধশত নেতা কর্মীদের নাম উল্লেখ করে ওয়ারী থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

এদিকে আওয়ামী লীগের মামলা নিলেও ওয়ারী থানা বিএনপির মামলা নেয়নি বলে রোববারই অভিযোগ করেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তাই আদালতে মামলা করার ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হান্নানুল ইসলাম বলেন, বিএনপির কেউ মামলা করতে আসেনি তাই এ ব্যাপারে আমরা জানিও না।

ওয়ারী থানার ওসির অসহযোগিতার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেয়া হবে বলে জানান ইশরাক।

এর আগে, রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাকের প্রচারণায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গাড়ি ভাঙচুর হয়। টিকাটুলি এলাকার অভয় দাস লেনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে একটি স্লোগানকে কেন্দ্র করে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। চলে প্রায় আধা ঘণ্টা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এতে সাংবাদিকসহ অন্তত ২৬ জন আহত হন।