বানারিপাড়া প্রতিনিধিঃ বানারিপাড়া একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ দুজন গ্রেফতার। বানারীপাড়ার অফিসার ইনচার্জ শিশির কুমার পালের নির্দেশে এএসআই জাহিদ গত রবিবার সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত বরিবার রাত ৮ টায় বানারিপাড়া পৌরসভা ১নং ওয়ার্ডের কাঠগোলা থেকে এক বছরের সাজা প্রাপ্ত, মৃত আনোয়ার বেপারীর ছেলে মোঃ রাহাজুল ইসলাম টিটু’কে গ্রেফতার করে। যাহার মামলা নং জিআর ৯২/১৮,২২/১৯, ১৭৩/১৯। টিটু সর্বমোট ০৩ টি মামলার পলাতক আসামী ।
এদিকে ওই দিন রাত দশটায় এএসআই জাহিদের আরেক অভিযানে সলিয়া বাকপুর হইতে জিআর ১১২/১৯ এর পলাতক আসামী,মৃত এলেম উদ্দিনের ছেলে মোঃজলিল সিকদার’কে গ্রেফতার করেন। এবিষয়ে এএসআই জাহিদুল ইসলাম জাহিদ জানান তারা দুজনই পুুুলিশে খাতায় পলাতক আসামি তবে একজন এক বছরের সাজাপ্রাপ্ত আসামি উভয়’কে গত সোমবার বিজ্ঞ আদালতের উদ্দেশ্যে বরিশাল প্রেরন করা হয়েছে।