Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,২৮জানুয়ারি,২০২০ঃঠাকুরগাঁও প্রতিনিধি : কালেক্টরেট সহকারিদের পদবি পরিবর্তন ও বেতন বৈষম্য দুরীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট কর্মচারিদের কর্মবিরতি কর্মসুচি অব্যাহত রয়েছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় থেকে বেলা ১টা পর্যন্ত অর্ধদিবস এ কর্মবিরতি কর্মসুচি পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ে স্বাক্ষরের সকল কালেক্টরেট সহকারি জমায়েন হন। পরে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত অর্ধদিবস এ কর্মসুচি পালন করেন কালেক্টরেট সহকারিরা। কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাসুদ রানা এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল করিম, সিনিয়র সহ-সভাপতি নাজমুন নাহার, জর্জেসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের নেতারা । সে সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
কর্মবিরতি কর্মসুচি চলাকালে বলা হয় বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারি কমিশনার ভুমির কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারিরা দীর্ঘদিন ধরে পদবি ও বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তৃতীয় শ্রেণীর কালেক্টরেট কর্মচারিদের পদ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের কাজ দ্রুত করা প্রয়োজন। বেতন গ্রেড ও পদ পদবি তে কালেক্টরেট সহকারিরা অন্যান্য সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের ও কর্মচারিদের সাপেক্ষে বৈষম্যের শিকার হচ্ছেন।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারি কমিশনার ভুমির কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবি জানানো হয় কর্মসুচিতে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম এ বিষয়ে জানান, কালেক্টরেট সহকারিদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবি সময়ের দাবি ও যৌক্তিক দাবি। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ কর্মসুচি পালন করছি আমরা। আমরা চাই শান্তিপুর্ণ কর্মসুচি পালনের মাধ্যম্যে তৃতীয় শ্রেণীর কর্মচারিদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের দাবি পুরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কালেক্টরেট সহকারিদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ শে জানুয়ারি হতে সারাদেশের বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস) পদবি পরিবর্তন ও বেতন বৈষম্য দুরীকরণের দাবিতে পালন করছেন তৃতীয় শ্রেণীর কালেক্টরেট কর্মচারিরা।