Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,২৯জানুয়ারি,২০২০ঃস্টাফ রিপোর্টারঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দুঃস্থ ও জেলে পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে এলজিএসপি ও দূর্যোগ মন্ত্রণালয়ের সহায়তায় শিক্ষা উপকরন হিসেবে বাইসাইকেল, শিশুখাদ্য, টিফিন বাক্স, ও গরিব অসহায়দের কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেলে সয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সয়ার ইউপি চেয়ারম্যান এসএম মহিউদ্দীন আজম কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক জনাব আসিব আহসান। বিশেষ অতিথি রংপুর সহকারি জেলা প্রশাসক ফয়েজুল আলম,উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও আমিনুল ইসলাম,আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, বায়জীদ বোস্তামী,টিও মোস্তাফিজার রহমান,এটিও নাসরিন আক্তার,ওসি জিন্নাত আলী,পিআইও আব্দুল মমিন,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী,ইউপি সদস্য,জিও,এনজিও প্রতিনিধি প্রমুখ।
জেলা প্রশাসক আসিব আহসান বলেন, জানতে হবে আমাদের সকল কার্যক্রম ও সুবিধা সমূহ। বিভিন্ন জায়গায় সকল সুবিধা ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেগুলো হতে তা গ্রহণ করতে হবে। আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন ও মান সম্মত ভাবে সুশিক্ষিত করবেন। তবেই দেশের উন্নয়ন ও সহায়ক হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, টিফিন বাক্স শিশুখাদ্য ও দুঃস্থ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন।