Thu. Apr 24th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার,৩০জানুয়ারি,২০২০ঃ আজ বৃহস্পতিবার মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগ এর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্দান থেকে র‍্যালি শুরু হয়।

র‍্যালির নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগের সাভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাঈদ কার্যকরি সাভাপতি সাইফুল আলম মানিক সাধারন সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সহ সাভাপতি আলহাজ্ব আবুল বাসার, সহ সাভাপতি বীরমুক্তিযোদ্ধা গফুর চোকদার, সহ সাভাপতি মোহাম্মদ আলম, সহ সাভাপতি নূর-ই-আলম রবু, সহ সাভাপতি মীর রাশেদুজ্জামান, সহ সাভাপতি নাসরিন সুলতানা,  যুগ্ম সাধারন সম্পাদক টিপু সুলতান,  যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ তালুকদার,  সাংগঠনিক সম্পাদক মাসুদ,  সাংগঠনিক করিম মিঠু,  সাংগঠনিক লিকু সিকদার,  সদস্য এস কে মইনুল ইসলাম প্রমুখ।

এসমায় প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবী লীগের সহ-সাভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নূর-ই-আলম রবু বলেন, আমরা আসন্ন ১ফেব্রুয়ারির সিটি নির্বাচনে আমাদের নেত্রি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুজিববর্ষে দুই সিটিতে মেয়র হিসেবে উপহার দিব তাপস ও আতিককে ইনশাআল্লাহ্‌। আগের দিন আর নেই। ঢাকা বাসি যেমন শিক্ষিত তেমনি সচেতন। নতুন ভেটাররা আজ ঐক্যবদ্ধ হয়েছে নৌকার পক্ষে। সারা দেশে যে উন্নয়ন হয়েছে তারই ধারা বাহিকতায় সুন্দর ঢাকা নিরাপথ ঢাকা বিনির্মাণে নৌকার গন জোয়ার উঠেছে।

মুজিববর্ষের র‍্যালিটি সোহরাওয়ার্দী উদ্দান হতে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্তরে গিয়ে শেষ হয়।