খােলাবাজার২৪, শুক্রবার, ৩১জানুয়ারি,২০২০ঃ আগামী ১লা ফেব্রুয়ারি ২০২০ইং আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন। উক্ত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত/ সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে ১ ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ৮ টা থেকে ভোট গণনা পর্যন্ত রাজপথে থেকে জনগণের ভোটাধিকার প্রয়োগে সর্বোচ্চ সহযোগিতা করতে শহীদ জিয়া ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদ ঢাকা কেন্দ্রীক সকল ইউনিটের নেতৃবৃন্দদেরকে রাজপথে থেকে জনগণের সকল প্রকার নিরাপত্তা ও ভোট প্রয়োগে সহায়তা প্রদান করার জন্য আহ্বান জানিয়েছেন।
শহীদ জিয়া ছাত্র পরিষদের অন্যতম উপদেষ্টা এম জি শাহরিয়া চৌধুরী, সভাপতি এম ডি শহিদুল ইসলাম (রানা) ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেখ জহির।শহীদ জিয়া ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদ এর দপ্তর সম্পাদক জানে আলম অপু স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি এ নির্দেশনা দেওয়া হয়।