খােলাবাজার২৪, শুক্রবার, ৩১জানুয়ারি,২০২০ঃ
চাষি আমি অন্ন দাতা
অন্ন ফলাই মাঠে
রোদে পুড়ে ঝলসে উঠি
ঘাম যে শুকাই তাপে।
সব সাধকেরই বড় সাধক
মানুষ আমায় বলে
দেশ মাতারই মুক্তিকামী
দেশের আশা বলে।
আমি চাষি পূর্ণ করি
তোমার অন্ন চাহিদা রে
আমি কর্ম ছেড়ে দিলে
থাকবে তুমি অনাহারে।
তোমরা থাক মহা সুখে
অট্টালিকার ঘরে
আমি চাষি কষ্ট পাই
রোদ বৃষ্টি আর ঝড়ে।
এত কষ্ট করার পরও
পাই না খেতে রোজ
তোমরা তো ভাই সুখেই আছো
নেও কি আমার খোঁজ ?
ভূড়ি ভূড়ি টাকা জমাও
কালো টাকার পাহাড়
পাই না আমি একটু বস্ত্র
পাই না খাদ্য -আহার।
এসব কিছুর পরও
আমার নেই যে কোনো আরজি
তোমাদের জন্য ও ভাই
আপন কাজে মন দিই।
কবি : আরিফুল ইসলাম, যোগাযোগ : দুর্গাপুর, পিরোজপুর