খােলাবাজার২৪, শুক্রবার, ৩১জানুয়ারি,২০২০ঃ
ডাকতো সবাই কুঁজো বুড়ি
থাকতো কুঁজো দিয়ে,
লাঠির ভরে চলত হেটে
পুটলি হাতে নিয়ে।
মাথার চুল তার উষ্কখুষ্ক
ময়লা -ছেঁড়া শাড়ি,
হাসিখুশি থাকতো সদা
ছিল না তার আড়ি।
আপন বলতে কেউ ছিল না
বুড়ির নিজের কেহ,
বাসতো ভাল সবাইকে সে
সবটুকু দিয়ে স্নেহ।
একদিন বুড়ি অসুস্থ হয়
একলা পরে ঘরে,
নিলো না তাঁর খোঁজ কেহ
ব্যথায় কেঁদে মরে।
এভাবেই বুড়ি চলে গেল
এই পৃথিবী ছেড়ে,
সুচিকিৎসার অভাবে আর
অমনুষ্যত্বের কাছে হেরে।
কবি : আরিফুল ইসলাম, দুর্গাপুর, পিরোজপুর