Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শনিবার, ০১ফেব্রুয়ারি,২০২০ঃ আবেগ দিয়ে নই বিবেগ দিয়ে “আক্তার”তোকে ভালোবেসেছিলাম মন থেকে, অবিশ্বাস নই বিশ্বাস দিয়ে আগলে রাখতে চেয়েছিলাম তোকে শক্ত রিদয় টাকে নরম করে, কলিজার একপাশে যত্ন করে রেখেছিলাম তোকে “আক্তার” যখন তুই আমাকে কষ্ট দিতি তখন ঠিক আমার এই কলিজাটাই লাগতো “আক্তার”। তবো হাজার কষ্ট চেপে রেখে তোর সাথে ভালো থাকার অভিনয় করেছিলাম “আক্তার” তোর বিরহে চোখের জলে ভিঝেছি সারাটা দিন, সারাটা রাত, তবো হাসি মুখে তোর সাথে কথা বলতে চেয়েছি বারবার “আক্তার” একটু অভিমান হলেই যখন আর আমায় কল দিতি না, তখন মোবাইলের ইস্কিনে তাকিয়ে হাজার বার sorry বলতাম “আক্তার” আর পাগলের মতো ছোটে যেতাম কোনো নদির পারে, নইতো কোনো নিরজন স্থানে, যেখান থেকে আমার রিদয়ের হাহাকার গুলো কেও শুনতোনা, এমন কি তুইও না “আক্তার”!
আমার এ কথা গুলো কোনো গল্প বা উপনাসের কথা না “আক্তার”। এগুলো একটা নিশপাব রিদয়ের খুদ্র ভালোবাসার বহিপ্রকাশ ছিল “আক্তার”। “আক্তার” তোর কাছে আমার ভালোবাসার দুর্বলতাটা প্রকাশ করেছি বলেই হয়তো এতো কষ্ট পাইছি “আক্তার” কখনো বুঝিনি তুই আমার জীবনটাকে নিয়ে এই বাবে খেলা করবি  “আক্তার” জীবন খেলাই হয়তো তুই আজ জয়ী হয়েছো “আক্তার”? আর হেরে গেলাম আমি “আক্তার” হেরে গিয়ে তোর কাছ থেকে কিছু শিখতে পারছি “আক্তার”!
কি বাবে দিরর্গ দিনের একটা সমপর্ককে মিথ্যা অজুহাতে ভেংগে ফেলা যায়,,,, !
কি বাবে ভালোবাসার মানুষটার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখা যায়,,,,,,
কি বাবে খুব জত্ন করে ভালোবাসার মানুষটাকে কষ্ট দেয়া যায়,,,,,
কি বাবে ভালোবাসার মানুষটাকে কাদাঁনো যায়,,,,
আর কিবাবে ভালোবাসার মানুষটার চোখ থেকে সুখের সপ্ন গুলো কেরে নিয়ে কষ্টের সাগরে ভাসানো যায়,,,,,,
আজ বুঝতে পারলাম অনেক কিছুই “আক্তার”। যাকে বুঝানো যায়না তাকে সারা জীবন বুঝালেও যে বুঝবেনা,,,, অনেক চেষ্টা করেছিলাম বুকের মাঝে দরে রাখতে বন্দু হিসেবে তোকে “আক্তার” কিন্তু তুই নিজেই নিজের সুখের সন্দানে আমায় একা ফেলে চলে গে্লি “আক্তার”? সত্যিই তোকে অনেক ভালোবেসেছি  “আক্তার” কিন্তু আজ আর পারিনা নিজেকে কষ্ট দিতে “আক্তার” । জানি “আক্তার” আমার কষ্টের কথার কনো মূল্য তোর কাছে নেই,,,,,, যে কথাটা দিরর্গ ২’৩ বছরের মধ্য অনেক জগরার পর ও বুজাতে পারিনি তোকে “আক্তার” ,,,,,,
সত্যিই যে একটা বন্দুর রিদয়ের কথা চিন্তা না করে নিজে ভালো থাকার জন্য আত্তার সমর্পককে ছিন্ন করতে পারলি “আক্তার”?,,,,, আমি তোকে আজও মনে করি,,,, যত দিন জীবনে বেচেঁ থাকবো তোকে প্রতি দিন  মনে রাখব “আক্তার”। জানি আমার মনে রাখা আর না রাখায় তোর কিছু আসে যায়না “আক্তার” কারন তোর ভালো থাকার মতো আনেক অবলম্বন আছে !  তোর কষ্ট হবেনাস্ট!  কিন্তু তোর জীবনের যখন ক্লান্তি খন  আসবে তখন ঠিকই তুই আমাকে বুঝতে পারবি তখন হয়তো আর সমায় থাকবেনা,,,,,, ভালো থাকিস “আক্তার” আজও তোকে জীবনের প্রথম বন্দু হিসেবে ভালবাসি,  ভালবাসি , ভালবাসি ,,,,,  তোকে আজও “আক্তার” ……… জ………