Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,সোমবার,০৩ফেব্রুয়ারি,২০২০ঃ কিছুদিন আগে শোনা গিয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রজনীকান্তের পর বেয়ার গ্রিলসের সঙ্গে বন্য অভিযানে বেরোচ্ছেন অক্ষয় কুমার। বিয়ার-অক্ষয়ের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর শুটিং গত বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে জনপ্রিয় এই আন্তর্জাতিক শোয়ে দর্শকের জন্য অপেক্ষা করছে আরও চমক। এবার গ্রিলসের সঙ্গে জঙ্গল অভিযানে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ দুই তারকার জন্যই থাকছে বিশেষ পর’ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর ১৪টি পর্বের শুটিং হচ্ছে ভারতে। এর দুই পর্বের শুটিংয়ে অংশ নেবেন বিরাট ও দীপিকা।

প্রসঙ্গত, বিরাট কোহলি ভীষণ অ্যাডভেঞ্চার-প্রিয়। রোমাঞ্চের আমেজ নিতে গত বছরই স্ত্রী অভিনেত্রী আনুশকা শর্মাকে নিয়ে ভুটানে ঘুরে এসেছিলেন। দীপিকাও নতুন বিষয়ে অভিজ্ঞতা নিতে ভালোবাসেন। আর তাই গ্রিলসের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোটি দু’জনেই যে বেশ উপভোগ করতে পারবেন, তা বলা বাহুল্য। বন্য প্রকৃতির সান্নিধ্যে প্রতিকূলতার মাঝেও কীভাবে জীবনযাপন করতে হয়, সেই উপায়ই গ্রিলসের কাছ থেকে শিখে নেবেন বিরাট কোহলি এবং দীপিকা পাড়ুকোন।

এদিকে কয়েকদিন আগে ভারতের এলিফ্যান্ট ক্যাম্পে অক্ষয়ের সঙ্গে বিশেষ শুটিং পর্ব সেরেছেন গ্রিলস। তিন ঘণ্টা ধরে চলেছে শুটিং। কখনও জঙ্গলের মাঝে হাঁটু পর্যন্ত জল নিয়ে নদী পার করেছেন বিয়ার-অক্ষয়। কখনও আবার গহীন জঙ্গলের মধ্য দিয়ে গল্প করতে করতে হেঁটে গেছেন। পুরো শুটিংয়ে অক্ষয়কে শরীর হিম করা বশে কিছু চ্যালেঞ্জিং সময় পার করতে হয়েছে। আর এবার সে রকমই চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন দীপিকা ও বিরাট কোহলি।