Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শুক্রবার,০৭ফেব্রুয়ারি,২০২০ঃ গত ছয় মাস ধরে গৃহবন্দি রাখার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সরকার। জনসুরক্ষা আইনে মামলা দায়ের করে তাদের গ্রেফতার করা হয়। তাদের গৃহবন্দি দশাকে বৈধতা দানের জন্যই মূলত এ গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা’র।

জনসুরক্ষা আইনে কোন বিচার প্রক্রিয়া ছাড়াই দুই বছর পর্যন্ত কাউকে আটক করে রাখা যায়। এই আইনের মাধ্যমে কোনও বিচার প্রক্রিয়া ছাড়াই দুই নেতাকে ৩ মাস জেলে থাকতে হতে পারে। গত সেপ্টেম্বরে একই আইনের মামলার গ্রেফতার হন ওমর আবদুল্লার বাবা ফারুক আবদুল্লাহ। তিনিও গত আগস্ট থেকে গৃহবন্দি রয়েছেন।

দেশটির এক পুলিশ কর্মকর্তা জানান, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতির আটকের পরোয়ানায় স্বাক্ষর করবেন এক জেলা প্রশাসক।

গত বছরের আগস্টে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রে শাসিত অঞ্চলে ভাগ করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর পরপরই ওমর আবুদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতিসহ শতাধিক রাজনীতিবিদকে আটক অথবা গ্রেফতার করা হয় ।

জানা যায়, জন সুরক্ষা আইন ভারতের অন্যতম কঠিন একটি আইন। এই আইনের মাধ্যমে কোনও ব্যক্তির আচরণ ‘প্ররোচনামূলক, উত্তেজক বা সরকারি নির্দেশ অমান্য হতে পারে এমন’ হলে তাকে আটক রাখার বৈধতা রয়েছে।