Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শুক্রবার,০৭ফেব্রুয়ারি,২০২০ঃ আরও একটি রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে বলিউড। কেননা, অবশেষে ঠিক হয়ে গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ের দিনক্ষণ। বিয়ে হবে এ বছরেই, ডিসেম্বরে, আগামী শীতে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা গেছে, অয়ন মুখোপাধ্যায়ের রূপকথা অবলম্বনে তৈরী ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী ৪ ডিসেম্বর। এবারই প্রথম দু’জন যেমন জুটি হয়ে আসছেন বড় পর্দায়, তেমনই বাস্তব জীবনের গাঁটছড়াও বাঁধতে চলেছেন তারা আগামী শীতেই। দুই পরিবারের সদস্য-আত্মীয়-বন্ধুবান্ধবদেরও ওই সময়টা ব্লক করতে বলা হয়েছে।

এদিকে, ভাট পরিবারও রণবীরকে জামাই হিসাবে ইতিমধ্যেই মেনে নিয়েছে। গত বছর মহেশ ভাট ‘দ্য টেলিগ্রাফ’কে দেয়া এক সাক্ষাত্কারে রণবীর সম্পর্কে বলেন, ‘অবশ্যই ওরা প্রেম করছে।  আমি রণবীরকে ভালোবাসি… ও খুব ভাল ছেলে। ওদের সম্পর্ককে ওরা কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত।’

এবার সেই সিদ্ধান্তই নিয়ে ফেললেন রণবীর-আলিয়া। যারা বি টাউনে ‘রালিয়া’ নামেই পরিচিত। আজ তাদের বিয়ের খবর জানিয়েছেন এক সর্বভারতীয় সাময়িকপত্রে সাংবাদিক রাজীব মাসান্দ।

আপাতত সঞ্জয় লীলা বানসালীর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র শুটিং করছেন আলিয়া। এরপর করণ জোহরের ড্রিম প্রজেক্ট ‘তখত’-এর শুটিং শুরু করবেন এই সুদর্শনা। আর এর মাঝেই বেজে উঠল বিয়ের সানাই।