এর আগে তিনটি ট্রাক পাশাপাশি রেখে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ওপর সমাবেশের মঞ্চ তৈরি করে বিএনপি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড হাতে স্লোগানে মুখরিত দলীয় কার্যালয়ের নয়াপল্টন এলাকা।
দলীয় চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এ সমাবেশের লিখিত অনুমতি না মেলায় অনুষ্ঠান পণ্ড হওয়ার আশঙ্কা নিয়েই সমাবেশের মঞ্চ তৈরিসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করে দলটি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান বেগম জিয়া। গত দশ মাস ধরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী। বেগম জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ৩৪টি মামলাতেই জামিনে রয়েছেন তিনি। মুক্তি পেতে হলে তাকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে জামিন নিতে হবে।
কারাবন্দি হওয়ার পর আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি দলটি। দুই বছর পর আজকের সমাবেশে বিএনপি নেতারা কী ঘোষণা দেন সেটাই এখন দেখার বিষয়।