Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,সোমবার,১০ফেব্রুয়ারি,২০২০ঃআবদুল আউয়ালঃ একুশের বইমেলায় লেখক মো.শফিকুল ইসলামের লেখা বই প্রকাশিত হয়েছে। তিনি একদিকে বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি অন্যদিকে একজন লেখক। বরিশালে সুনামের সহিত কাজ করা,বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি ও লেখক মো.শফিকুল ইসলামের লেখা সাইন্স ফিকশন এবারের একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে। পাঞ্জেরী পাবলিকেশন্স বইটি প্রকাশ করেছে। বইটির নাম ট্রাইলিন। বইটি পড়তে পড়তে আপনারা হারিয়ে যেতে পারবেন মহাকাশে। ট্রাইলিন সাইন্স ফিকশনে ডিস্টিন -৩১ এ মহাকাশযানে চড়ে একদল ভাগ্যান্বেষী মানুষ ছুটে চলেছে নতুন এক গ্রহের সন্ধানে। বইটি পড়ে পাঠকরা ভ্রমন করে আসতে পারবেন নতুন এক গ্রহ। বইটি একুশে বই মেলা থেকে সংগ্রহ করতে পারবেন প্যাভিলিওন ১৯(এ) পাঞ্জেরী পাবলিকেশন্স এর স্টল থেকে। সারদিন অপরাধ দমনে কাজ করা বরিশালের ডিআইজি মো.শফিকুল ইসলাম’কে বরিশালের মানুষ এবার  চিনল তাকে লেখক হিসেবে।