
খােলাবাজার২৪,বুধবার,১৯ফেব্রুয়ারি,২০২০ঃ চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বজন হারানোর পর কেটে গেছে ৩৬৫ দিন। গত এক বছরে কোনো সাহায্য তো দূরের কথা, যে প্রতিশ্রুতি তাদের দেয়া হয়েছিলো সেটিও বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ স্বজনদের। সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন তারা।
এক বছর ধরে জমানো কষ্টের কথা বলছেন চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো দুই ভাই রানা-রাজুর বাবা শাহেব উল্লাহ। সময়ের হিসেবে হয়তো কেটে গেছে ১ টি বছর। কিন্তু আতঙ্ক এখনো পিছু ছাড়েনি।
এই এক বছরে ঘটনার তদন্ত শেষ না হওয়া এবং দোষীদের শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী
তারা বলেন, সব জায়গায় সব ধরণের কাজ হয় কিন্তু কেমিক্যালের ব্যাপারে কেনো আপোস করছেন সেটা আমাদের জানা নাই। এই ঘটনায় যে কয়টা মামলা হয়েছে আজ পর্যন্ত একটা মামলার চার্জশিট হয় নাই। রাষ্ট্রীয়ভাবে কোনো সহযোগিতা পাই নাই।
কোরআন তেলাওয়াত, কালো ব্যাচ ধারণ এবং গণস্বাক্ষরের মধ্য দিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের দিনটি পালন করে চুড়িহাট্টাবাসী।