
বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল নির্মাণ করবেন সিনেমাটি। এ ঘোষণা এসেছিল গত বছরেই। এই নির্মাতা এর আগে ভারতের বিখ্যাত নেতাদের বায়োপিক নির্মাণ করেছেন।
এদিকে আরিফিন শুভ’র অভিনয় করার ব্যাপারে সিনেমা সংশ্লিষ্ট কেউ এখনো মুখ না খুললেও জানা গেছে- গত ১৭ ফেব্রুয়ারি পরিচালক শ্যাম বেনেগালের উপস্থিতিতে চুক্তিপত্রে সই করেছেন শুভ।
এদিকে আরিফিন শুভ নিজের ফেসবুকে গত কিছু দিন ধরে কিছু পোস্ট দিচ্ছেন যা দেখলে মনেই হবে তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করার বিষয়ে আভাস দিচ্ছেন। কয়েকদিন আগে তিনি একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, শুভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’ পড়ছেন।
এর আগে একটি ছবি পোস্ট করে শুভ লিখেছেন, খুব অসাধারণ কিছু আসছে শিগগির। যেটা এর আগে ঢালিউডে দেখা যায়নি। এছাড়া আরও একটি ছবি পোস্ট করেছিলেন আরিফিন শুভ। যেখানে দেখা গেছে, তিনি বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ছেন।
উল্লেখ্য, এর আগে এই বায়োপিকে বঙ্গবন্ধুর মা সায়রা বানুর চরিত্রে দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেত্রী দিলারা জামানের অভিনয় করার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
একই সঙ্গে বায়োপিকে খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করবেন দেশের আরেক বহুমাত্রিক অভিনেতা ফজলুর রহমান বাবু। অন্যদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ মার্চ শততম জন্মবর্ষে পদার্পণ করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন থেকে শুরু হবে মুজিববর্ষ। আর একইদিন থেকে শুরু হবে এই সিনেমার শুটিং।