Sat. Apr 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,শনিবার,২২ফেব্রুয়ারি,২০২০ঃ নিজের মালিককে গলা কেটে হত্যা করেছে পোষা মোরগ। তবে ভুলবশত মোরগটি এই কাণ্ড ঘটিয়েছে। লড়াইয়ে নেমে প্রতিপক্ষের মোরগকে হত্যার পরও রাগ কমেনি তার। মালিকের হাতে প্রতিপক্ষের মৃত মোরগের ওপর হামলে পড়লে তার পায়ে থাকা ব্লেডে মালিকের গলা গেটে যায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে ভারতের পুরুলিয়ার হুড়ার পালগা গ্রামে। নিহত ব্যক্তির নাম অসিম মাহাত।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, হুড়ার রুদরা গ্রামের বাসিন্দা অসিম মাহাতো স্থানীয় এক মোরগ লড়াইয়ে অংশ নেন। তার মোরগ জিতেও যায়। প্রতিপক্ষের মৃত মোরগ ঝুলিয়ে অসিম যখন মাঠ ছাড়ছিলেন, তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।

অন্য একটি মোরগকে পায়ে অস্ত্র বেঁধে তৈরি করা হচ্ছিল। সে সময় ওই মোরগটি এসে অসিমের হাতে ঝুলন্ত মোরগকে আক্রমণ করে; এসময় মোরগের পায়ে বাঁধা ছুরিতে কেটে যায় অসিমের গলার নলি।

আহত অবস্থায় তাকে প্রথমে হুড়া স্বাস্থ্যকেন্দ্র, পরে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি।  হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।