Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,রবিবার,২৩ফেব্রুয়ারি,২০২০ঃবাগেরহাট প্রতিনিধি: মোংলায় সাড়ে তিন বছরের এক কণ্যা শিশু ধর্ষিত হয়েছে। গুরুত্বর অসুস্থ্য অবস্থায় শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি সহ তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর ধর্ষনের অভিযোগে সাজু গোলদার (১৬) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।শনিবার সকালে আটককৃত এ কিশোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের (০৭) নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ তামিম শেখের শিুশু কন্যাকে খেলার ছলে বৃহস্পতিবার দুপুরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় সাজু। এ সময় জোরপূর্বক তাকে ধর্ষন করে কিশোর সাজু গোলদার। এক পর্যায়ে শিশু কণ্যাকে খুঁজতে গিয়ে ওই ঘরের মধ্যে কান্নার শব্দ শুনে এগিয়ে যায় শিশুটির মা।
এ সময় শিশু কণ্যার মায়ের উপস্থিতি টের পেয়ে সাজু পালিয়ে যায়। পরে শিুশুটিকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে রেফার করে। এখানে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তামিম শেখ বাদী হয়ে শুক্রবার দিনগত রাতে মোংলা থানায় নারী-শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।পরে মামলার সুত্রধরে এবং ধর্ষনের অভিযোগে সাজু গোলদার নামের এ কিশোরকে আটক করে পুলিশ।সেখানকার স্হানিয়রা জানায় সাজু গোলদার একই এলাকার মনা গোলদার ওরফে (কুত্তা মনা)’র পূত্র।