Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বৃহস্পতিবার,২৭ফেব্রুয়ারি,২০২০ঃ  ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ছাত্র/ছাত্রীদের ভর্তি ফি, সেমিস্টার ফিসহ সকল ধরনের টিউশন ফিস গ্রহণের জন্য এক্সিম ব্যাংক এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল (২৬ ফেব্রুয়ারী ২০২০) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর পক্ষে স্বাক্ষর করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাসটিজ এর ভাইস চেয়ারম্যান শহিদুল কাদের পাটোয়ারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ুন কবীর, শাহ্ মোঃ আব্দুল বারী এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কে.এম মহসীন, ট্রেজারার প্রফেসর ড. মোঃ মাইনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।