Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,বুধবার,০৪মার্চ,২০২০ঃমোঃ হাফিজুর,বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনের কুখ্যাত বনদস্যু বুলবুল বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করে  কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন।এ অভিযানে দুই ডাকাত সদস্য সহ ১টি বন্দুক ও ২ রাউন্ড তাজা গুলি এবং অপহৃত তিন জেলেকে উদ্ধার করেছে। কোস্টগার্ড বাহিনী সদর দপ্তরের মিডিয়া উইং লেফটেন্যান্ট হায়াত ইবনে ছিদ্দিক জানান, সোমবার (২ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কচিকাটা ফরেস্ট অফিস সংলগ্ন রায়মঙ্গল নদীর তীরে মহস্তখাল এলাকায় কুখ্যাত দস্যু বুলবুল বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করে দুই ডাকাতকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। এসময় দস্যুবাহিনীর ব্যবহৃত ১ টি বন্দুক, ২ রাউন্ড তাজাগুলি ও মুক্তিপণের দাবিতে জিন্মি থাকা ৩ জেলেকে উদ্ধার করা হয়। আটক দস্যুরা হলেন ভারতের চব্বিশ পরগনা জেলার জেলিয়াখালী গ্রামের আব্দুল হাইর পুত্র জালালউদ্দিন (৫০) ও বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের ইউনুছ আলীর পুত্র গোলাম মোলা(৫০)।
উদ্ধারকৃত জেলেরা হলেন- মোঃ শহিদুজ্জামান(৪০), রেজাউল করিম (৩০) ও বাবলু শেখ (৩৫)। তাদের প্রত্যেকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।

আটক দস্যুদের অস্ত্র ও গুলিসহ শ্যামনগর থানায় স্থানান্তর করা হয়েছে।কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমুহে বনদস্যু, জলদস্যু বাহিনীর যে কোন অপতৎপরতার বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।