Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,০৪মার্চ,২০২০ঃ হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়কে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। বুধবার (০৪ মার্চ) মহানগর দায়রা জজ আদালত বিএনপির এই তিন নেতাকে স্থায়ী জামিন দেন।

এর আগে, ২৬ নভেম্বর দুপুর ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। ওইদিন দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা চলে যাওয়ার সময় রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক মতিউর রহমান একটি মামলা দায়ের করেন।