Thu. Oct 16th, 2025
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,০৪মার্চ,২০২০ঃ সাইবার ক্রাইমের তদন্তের স্বার্থে পাকিস্তানি তদন্ত কর্মকর্তাদের তথ্য দিয়ে সহায়তা করবে ফেসবুক। সোমবার (২ মার্চ) দেশটির তদন্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের এশিয়া প্যাসিফিক হেডকোয়ার্টার থেকে এই অঞ্চলের নিরাপত্তা নীতির প্রধান আম্বার হকসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশনের (এফআইএ) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকেই ডাটা শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা।

পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা তৈরিতে দুই পক্ষ তথ্য শেয়ারিংয়ের ব্যাপারে এক মতে পৌঁছায় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সাইবার ক্রাইম সংক্রান্ত এফআইয়ের তদন্তের ক্ষেত্রে চাহিদা অনুযায়ী তথ্য দিয়ে সহায়তা করতে ফেসবুক কর্মকর্তারা রাজি হন বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।