Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,০৪মার্চ,২০২০ঃ ছয় মাস ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেকসি গুনচারুক। তার জায়গায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন তার ডেপুটিদের একজন।

এর আগে জানুয়ারিতেও ওলেকসি পদত্যাগের চেষ্টা করেছিলেন। তার পদত্যাগের বিষয়টি সরকারি কর্মকর্তারা নিশ্চিত না করলেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সার্ভেন্ট অব দ্য পিপল পার্টির এমপিরা খবরটি প্রকাশ করেন।

তারা বলেন, প্রেসিডেন্টের সাথে বৈঠককালে তিনি পদত্যাগের ঘোষণা দেন। বুধবার অনুষ্ঠেয় পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তার পদত্যাগ অনুমোদন করা হবে।

অর্থনৈতিক সংকট মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপে অসন্তুষ্ট প্রেসিডেন্ট তার স্থলে অন্য কাউকে দেয়ার পরিকল্পনা করেছেন।

তবে ইউক্রেনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী ৩৫ বছর বয়স্ক ওলেকসি সোমবার পদত্যাগ পত্র জমা দেয়ার কথা অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেছেন বিষয়টি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি গত আগস্টে ওলেকসিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন। কিন্তু এর আগে ওলেকসির পদত্যাগপত্র প্রেসিডেন্ট গ্রহণ না করার পর থেকে জেলেনস্কির দল তার কর্মকান্ডের সমালোচনা করে আসছেন।