তবে হ্যান্ডশেক না করার পরামর্শ দেয়ার পর পারস্পরিক অভিবাদনের নতুন প্রক্রিয়া খুঁজে পেয়েছে মানুষ। এখন তারা হ্যান্ডশেক না করে করছেন উহানশেক। উহানশেক হলো পায়ে পা স্পর্শ করে অভিবাদন জানানোর একটি কৌশল। সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা গেছে, দুইজন ব্যক্তি পরস্পরের পায়ে পা ছুঁয়েই অভিবাদন জানাচ্ছেন। দুইজনের মুখেই মাস্ক। টুইটারে শেয়ার হওয়ার পর থেকেই ভাইরাল ভিডিওটি। এখনও পর্যন্ত ৫০ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি। জমা পড়েছে অনেক কমেন্ট।
একজন লিখেছেন, এবার থেকে আমি এভাবেই সকলকে অভিবাদন জানাব।