
ওই ভিডিওতে সালমান বলছেন, ‘সুন্দর তো ক্যাটরিনা ছিলই। কিন্তু আমার সঙ্গে দু’তিনটি ছবিতে অভিনয় করার পর থেকেই ভাল অভিনেত্রী হয়ে উঠেছে ক্যাটরিনা।’ আবার কৌতুকের ছলে ক্যাটরিনার উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘ভারত’ ছবিতে আমার সঙ্গে অভিনয় করার পর নিজেকে তো ভারতী মনে করছে ও। আর ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর টাইগ্রেস (বাঘিনী)।’
এদিকে সালমানের ওই কথা শোনার পর হাসিতে ফেটে পড়েন কপিল। অন্যদিকে কিছুটা রাগ দেখিয়ে হেসে ওঠেন ক্যাটরিনাও। খবর আনন্দবাজারের
মূলত সালমানের হাত ধরেই বলিউডে অভিষেক ঘটে ক্যাটরিনার। ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ ‘পার্টনার’, ‘এক থা টাইগার’ মতো ছবিতে ক্যাটরিনা সালমানের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিস মাতান।