Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,শনিবার,০৭মার্চ,২০২০ঃ মোংলা প্রতিনিধিঃ মোংলায় দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরে শেখ মুজিবুর রহমানসহ নিহতদের স্মরনে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। উপন্ত্রীর বেগম হাবিবুন নাহার’র নেতৃত্বে দলীয় কার্যলয় থেকে একটি র‌্যালী বের করে নেতাকর্মীরা। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়। এসময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস,সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমুহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।