খােলাবাজার২৪,শনিবার,০৭মার্চ,২০২০ঃবানারীপাড়া প্রতিনিধিঃ জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ড বানারীপাড়ায় গতকাল শনিবার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের উদ্যেগে বানারীপাড়া পৌরসভার ১-৩নং ওয়ার্ডের বাসিন্দাদের ওই কার্ড প্রদান করে। পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডের বাসিন্দাদের ও দেয়া হবে ।
ইতিপূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্মার্ট কার্ড দেয়া হযেছে। গতকাল পৌরসভায় প্রায় ২হাজার ৫’শ স্মার্ট কার্ড বিতরন করা হয়েছে বলে উপজেলা নির্বান কর্মকর্তা মোঃ মুনিরুজ্জামান জানান।