Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,রবিবার, ৮ মার্চ,২০২০ঃ সাতক্ষীরার বুড়িগোয়ালিনীতে চলছে ‘অপারেশন সুন্দরবন’ ছবির শেষ অংশের শুটিং। আর এতে অংশ নিয়েছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা দীপংকর দীপন।

খােলাবাজার২৪,অনলাইনকে দীপংকর দীপন বলেন, ‘গত সপ্তাহ থেকে দর্শনা ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন। ৫-৬ দিন কাজও করেছেন। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। এর বেশি কিছু এখন বলতে চাই না।’

এদিকে, সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’ ছবিটি। র‍্যাব ওয়েলফেয়ার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড’র অর্থায়নে এটি প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, রিয়াজ, সামিনা বাশার, মনোজ প্রামানিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ আরও অনেকে। সব ঠিক থাকলে চলতি বছর ঈদুল আজহায় ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির সম্ভবনা রয়েছে।

জানা গেছে, দর্শনা বণিক সবশেষ অভিনয় করেছেন ‘হুল্লোড়’ ছবিতে। বাংলাদেশে গায়ক ইমরান মাহমুদুলের ‘তোর নামের ইচ্ছেরা’ গানের মডেল হিসেবেও দেখা গেছে তাকে। এছাড়াও এই অভিনেত্রী কাজ করেছেন তামিল ছবিতে।