Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,রবিবার, ৮ মার্চ,২০২০ঃ মাগুরা শহরের কলেজ পাড়ায় মাহি নামে ৩ বছরের এক শিশুকন্যাকে তার মা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। হত্যাকারী মায়ের নাম সুফিয়া বেগম (৩৮)। তিনি শহরের কলেজ পাড়ার একটি ভাড়া বাড়ির তৃতীয় তলায় গত ৩ বছর ধরে বসবাস করছেন। দুপুরে হত্যাকাণ্ডের বিষয়টি প্রতিবেশিরা মাগুরা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু মাহির লাশ উদ্ধার ও অভিযুক্ত মাকে আটক করে।

প্রতিবেশিরা আরও জানান, ৩ বছর ধরে সুফিয়া ওই বাড়িতে ভাড়া রয়েছেন। সুফিয়ার ২ বিয়ে। মাহি দ্বিতীয় পক্ষের একমাত্র কন্যা। দ্বিতীয় স্বামীর নাম মনু মিয়া। মনু মিয়ার সঙ্গে দেড় বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে সুফিয়ার। সুফিয়ার প্রথম স্বামীর নাম আবু তালেব। তার সঙ্গে সুফিয়ার বিচ্ছেদ হয়েছে ৭ বছর। ওই পক্ষে সুফিয়ার দুটি কন্যা সন্তান রয়েছে। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুফিয়ার সঙ্গে কথা বললে সে তার মেয়েকে হত্যা করার কথা স্বীকার করে। তবে তার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হচ্ছিল।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইদুর রহমান জানান, ‘অভিযুক্ত মা সুফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।’