Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার২৪,মঙ্গলবার,১০মার্চ,২০২০ঃ মোঃরাসেল মিয়াঃ নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগের আয়োজনে সভায় সভাপত্বিত করেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এসময় সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুুলিশ সুপার জাকির হাসান, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, ডা. মুজাম্মেল হক কমলসহ জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব নিয়ে আতঙ্কিত না হয়ে মোকাবিলার লক্ষে স্বাস্থ্য বিভাগের দেয়া নির্দেশনা মেনে চলতে আহব্বান জানানো হয়। বাংলাদেশে করোনার উপস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য বিভাগের যথেষ্ট নজরদারির পাশাপাশি জনগণের সহায়তা প্রত্যাশা করেন তারা। এ জন্য নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক পোস্টার ও নিদের্শনাপত্র প্রচারের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রম শুরু করা হয়।