
নতুন ডিজাইনের ৩ বিশেষ বৈশিষ্ট্য:
১. ব্যবহারকারীরা চাইলে ডেস্কটপ ও মোবাইল উভয় ডিভাইসেই ডার্ক ও লাইট এই দুই সংস্করণের যেকোনোটি চালু রাখতে পারবেন। ডার্ক মোড চোখ সহনীয়।
২. আগের চেয়ে আরও দ্রুত পেজ খুলবে।
৩. লেখার ফন্ট আগের চেয়ে বড় এবং লে-আউট এমনভাবে করা হয়েছে যাতে চটজলদি সহজেই ব্যবহারকারীরা দরকারি মেন্যু বা অপশনে যেতে পারে।
উল্লেখ্য, কেউ যদি নতুন মোড চালু করার পর; যদি আবার আগের পুরনো মোডে ফিরে যেতে ইচ্ছে করে, সেটিংসে সে সুযোগও রাখা হয়েছে। ডিজাইন নিয়ে ফেসবুক কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুতই পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর কাছে নতুন মোডে আসার ইনভাইটেশন যাবে।