খােলাবাজার২৪,মঙ্গলবার,১৭মার্চ,২০২০ঃ বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ঢাকা কলেজ শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ঢাকা কলেজ শাখার সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন নাহিদ উদ্দিন তারেক ও সাধারণ সম্পাদক হিসাবে নাজমুল হাসান দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও কমিটিতে অন্যন্য পদে যারা রয়েছেন- সহ-সভাপতি পদে রয়েছে: রেদওয়ান উল্লাহ খাঁন, মো: সেলিম মিয়া, মো: ফয়সাল মিয়া, মো ইব্রাহীম। যুগ্ন সাধারণ সম্পাদক পদে রয়েছেন- কামাল হোসেন সুমন, আরিফ আহমেদ, নজরুল করিম (সোহাগ), ফয়সাল হোসাইন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন খান শাহরিয়ার (ফয়সাল)। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন- মো: রাকিব হোসেন (আসাদ) , খন্দকার শাহীন (মনোয়ার), ইউসুফ হোসেন। শিশির আহমেদ ( অর্থ সম্পাদক), মো: মিরাজ হোসেন রাকিব (সহ-অর্থ সম্পাদক), জুয়েল রানা (দপ্তর সম্পাদক), রানা আহমেদ (সহ-দপ্তর সম্পাদক)।। দায়িত্বপ্রাপ্তরা আগামী এক বছর পদে বহাল থাকবেন। নব দায়িত্বপ্রাপ্ত কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৭ ই ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জন্ম হয়। সাধারণ শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, সরকারি চাকরিতে কোটা সংস্কার ও অন্যান্য বৈষম্য দূরীকরণের আন্দোলন করায় সংগঠনটি জনপ্রিয়তা পায়। ডাকসুর ভিপি নূরুল হক নুর সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক।