খােলাবাজার২৪,বুধবার,১৮মার্চ,২০২০ঃ বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উদ্্যাপন করলো সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা প্রধান কার্যালয় ও সকল শাখা সমূহে একযোগে রঙ্গিন প্ল্যাকার্ড, ব্যানার প্রদর্শন ও কেক কেটে জাতির জনকের জন্মশতবার্ষিকী উদ্্যাপন করেন।
সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ, ভাইস চেয়ারপার্সন দুলুমা আহমেদ ও পর্ষদের পরিচালক এম.এ.কাশেম, আজিম উদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, মোঃ আকিকুর রহমান, রেহানা রহমান এবং স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম, ড. কাজী মেজবাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং উপদেষ্টা জাকির আহমেদ খান ও ব্যবস্থাপনা পরিচালক এম.কামাল হোসেন জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মুজিব বর্ষ উপলক্ষ্যে জাতির জনকের স্মৃতিকে সমুজ্জ¦ল রাখতে সাউথইস্ট ব্যাংক এর প্রধান কার্যালয়, ঢাকা, আগ্রাবাদ শাখা, চট্রগ্রাম ও জয়দেবপুর শাখা, গাজীপুরে মুজিব কর্ণার স্থাপন করেছে।