Sun. Apr 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার২৪,বুধবার,১৮মার্চ,২০২০ঃ বাগেরহাট প্রতিনিধি,মোঃ হাফিজুরঃ বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তোহিদুর রহমানসহ উপজেলার প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, পেশাজীবী, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা, মহান স্বাধীনতা যুদ্ধে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তরুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান।
এদিকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা ও পৌর শাখা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য অঙ্গসংগঠন সমূহ ব্যাপক কর্মসূচী পালন করেছে। কর্মসূচি মধ্যে ছিল আলোচনাসভা, মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে স্মৃতিচারণা মূলক অনুষ্ঠান।