
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মদের দোকানের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন মানুষ। প্রত্যেকেই একটি দূরত্ব বজায় রেখে চলেছেন। দেড় ফুট দূরত্বে দাগ কাটা রয়েছে। প্রত্যেকটি ক্রেতাই সেই দাগ অনুযায়ী লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একটু এদিক-ওদিক হলেই মদের দোকানের নিরাপত্তারক্ষী লাইন সোজা করছেন।
কেউ কেউ বিষয়টিকে ইতিবাচক মনে করলেও অনেকে বলছেন, এটা হাস্যকর। আবার এ ভিডিও শেয়ার করে অনেকে লিখেছেন- তারা মদ খেয়ে মরতে রাজি। করোনা ভাইরাসের বলি হতে চান না!
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন: https://twitter.com/i/status/1240592656004034560